Monday, 16 January 2012

Firefox addons

ফায়ারফক্সের ২৮টি হট কীবোর্ড শর্টকাট…

পেইজ ন্যাভিগেশন শর্টকাট

এই শর্টকাট গুলোর মাধ্যমে ওয়েবপেজের যেকোনো স্থানে দ্রুত নেভিগেট করা যাবে...
  • Down Arrow – নিচের দিকে স্ক্রল করার জন্য
  • Up Arrow – উপরের দিকে স্ক্রল করার জন্য।
  • End – ওয়েবপেজের সম্পূর্ন নিচে যাওয়ার জন্য
  • Home – পেজের সম্পূর্ন উপরে যাওয়ার জন্য।
  • Spacebar — পেজের নিচের দিকে যাওয়ার জন্য (প্রতিবারে পূর্ন স্ক্রীন পরিমান জায়গা নিচের দিকে স্ক্রল হবে)
  • Shift + Spacebar — পেজের উপরের দিকে যাওয়ার জন্য (প্রতিবারে পূর্ন স্ক্রীন পরিমান জায়গা উপরের দিকে স্ক্রল হবে)

ট্যাব, বুকমার্ক ও পেইজ বিষয়ক শর্টকাট

  • Alt + Home — হোম পেইজ লোড হবে।
  • Ctrl + L — এড্রেস বারে যান
  • Ctrl + K — সার্চ বক্সে যান।
  • F5 — বর্তমান পেইজটি রিলোড হবে
  • Ctrl + = — জুম ইন (লেখার আকার বড় হবে)
  • Ctrl + - —জুম আউট (লেখার আকার ছোট হবে)
  • Ctrl + P — বর্তমান পেইজটি প্রিন্ট করুন।
  • Ctrl + H — আপনার ব্রাউজিং ইতিহাস (হিস্টোরী) দেখুন।
  • Ctrl + T — নতুন একটি ট্যাব খুলুন।
  • Ctrl + W — বর্তমান ট্যাবটি বন্ধ করুন।
  • Ctrl + Tab — পরবর্তী ট্যাবে স্থানান্তরিত হওয়ার জন্য।
  • Ctrl + Shft + Tab — পূর্বের ট্যাবে ফিরে যাওয়ার জন্য।
  • Ctrl + 1-9 —  সংখ্যা নির্বাচনের মাধ্যমে সরাসরি নির্দিষ্ট সংখ্যার ট্যাবে যাওয়ার জন্য
  • Ctrl + B — বুকমার্ক কলাম খুলুন।
  • Ctrl + I — বুকমার্ক কলাম বন্ধ করুন।
  • Ctrl + D – বর্তমান পেইজটির জন্য বুকমার্ক তৈরি করুন।

মাউস শর্টকাট

নিন্মে মাউস এর ছয়টি শর্টকাট উল্লেখ করা হলো, যার মাধ্যমে ফায়ারফক্সে ব্রাউজিং আরো সহজ ও দ্রুততর হবে।
  • Ctrl – scroll up — জুম আউট (লেখার আকার ছোট করার জন্য)
  • Ctrl – scroll down — জুম ইন (লেখার সাইজ বড় করার জন্য)
  • Shift – scroll down – পূর্বের পেজে ফিরে যাওয়ার জন্য।
  • Shift – scroll up – পরের পেজে যাওয়ার জন্য।
  • Middle click on link —যেকোনো লিঙ্ক নতুন ট্যাবে খোলার জন্য।
  • Middle click on a tab — ট্যাব বন্ধ করার জন্য।

 

0 comments: